শিরোনাম প্রতিদিন ডেস্ক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। এ ছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মো. আনিসুজ্জামান, এহতেশামুল হক শাওন, খুলনা প্রেস ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম প্রমুখ।
মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, ‘সাংবদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা, অথচ এ পেশায় যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছেন। বিগত ১৬ বছর সাংবাদিকদের একটি গোষ্ঠীকে বারবার অনুদান দেওয়া হয়েছে। গণমাধ্যম রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলেও, এই শক্তিকে বিগত দিনে অথর্ব করে রাখা হয়েছিল। পরিণত করা হয়েছিল রুগ্ন প্রতিষ্ঠানে। আর সাংবাদিকদের বানানো হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীতে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সব কিছু করার চেষ্টা করা হবে।’
এ ছাড়া দেশের বিরুদ্ধে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩ জন গণমাধ্যমকর্মীদের মধ্যে আট লাখ টাকার চেক বিতরণ করা হয়।
শিপ্র/শাহোরা/