শিরোনাম :
‘রাজনৈতিক উত্তেজনার’ মধ্যেই বসতে যাচ্ছে বাংলাদেশ-ভারত জাতির প্রয়োজনে সব সময় ছাত্ররাই রাজপথে নেমে আসে; ড. মঈন খান নরসিংদী চেম্বার নির্বাচন-রিন্টুর নেতৃত্বাধীন ১৮ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সমৃদ্ধ, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে একসাথে কাজ করতে হবে; পররাষ্ট্র উপদেষ্টা আজ ৮ ডিসেম্বর শিবপুর হানাদার মুক্ত দিবস মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন স্ত্রীকে ধর্ষনের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার ৭৫ বছর পূর্তিতে পূনর্মিলনী গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত রায়পুরায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ ইউপি সদস্য নিহত
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের লজ্জাজনক হার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

খেলাধূলা ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়িয়ে জমিয়েছে পাকিস্তান দল। তবে এই সফরের শুরুটা ভালো করতে পারেনি রিজওয়ানের দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পেয়েছে ম্যান ইন গ্রিনরা। এই ম্যাচে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে রোডেশিয়ানরা।

রবিবার (২৪ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাব দিতে নিতে ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। কিন্তু পাকিস্তান ইনিংসের ২১ ওভারে হানা দেয় বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) ৮০ রানের জয় পায় স্বাগতিকরা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ এবং এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট। এ ছাড়াও আমের জামাল, হাসনাইন এবং হারিস রাউফ নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় পাকিস্তান। রোডেশিয়ানদের দাপুটে বোলিংয়ে বিপরীতে ৫৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। এদিন সাইম আইয়ুব (১১), আবদুল্লাহ শফিক (১), কামরান গুলাম (১৭), সালমান আগা (৪) এবং শূন্য রান করে আউট হন হাসিবুল্লাহ খান।

এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করছিলেন অধিনায়ক রিজওয়ান। তবে ২১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানে বিজয়ী হয় জিম্বাবুয়ে। ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান ।

জিম্বাবুয়ের হয়ে দুই করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!