শিবপুর প্রতিনিধি
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্নপদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকগন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ সজীব’র মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শিপ্র/শাহোরা/আআ/