শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

জাতির প্রয়োজনে সব সময় ছাত্ররাই রাজপথে নেমে আসে; ড. মঈন খান

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ইতিহাস দেখলে দেখা যায় জাতির প্রয়োজনে সবার আগে সব সময় ছাত্ররাই রাজপথে নেমে আসে। প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রসমাজ রাজপথে ছিলো। ৫২’র ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম আবার ২৪’র আন্দোলনে ছাত্র-জনতারাই ছিলো। ভবিষ্যতেও যদি জাতির প্রয়োজন হয় নিশ্চিত ছাত্ররা আবার রাজপথে নেমে আসেবে। আমরা রাজনীতিবিদ হিসেবে একটি ক্ষেত্র প্রস্তুত করেছিলাম, সেখানে সফলতা নিয়ে এসেছে ছাত্র-জনতা। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

ড. মঈন খান বলেন, ছাত্রদের তপস্যা হচ্ছে লেখাপড়া। তাই প্রতিটি ছাত্রদের মনোযোগ দিয়ে সঠিকভাবে লেখাপড়া শিখতে হবে। যাতে তারা ভবিষ্যতে নিজেদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে পারে এবং তাদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে। একারণে ছাত্রদের তপস্যা অধ্যয়ন তাদের করতে হবে। এটাই তাদের মূল কাজ।

কলেজের অধ্যক্ষ মো. আমির হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, কলেজের প্রভাষক শহিদুল হক সুমন।

এ সময় কলেজের শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

শিপ্র/শাহোরা/সুব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!