নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়াতে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা টেপ টেনিস খেলোয়াড়দের নিয়ে চর মধুয়া প্রিমিয়ার লীগ- (সিপিএল) ২০২৪- অনুষ্ঠিত হয়েছে। ৬ উইকেটে কাজী’স একাদশের বিশাল বিজয়।
গত ০৮ মার্চ শুক্রবার বিকালে চরমধুয়া সি.পি.এল মাঠে চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান সিকদারের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়া খেলায় কাজী’স সুপার কিংস একাদশ বিজয়ী হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, বেগম মোর্শেদা সিকদার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরমধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার সহ উপস্থিত ছিলেন কাজী’স সুপার কিংসের কর্ণধার কাজী সালমান হোসাইন রাসেল, এডভোকেট কাজী নজরুল ইসলাম, কাজী শফিউদ্দিন আহমেদ (চঞ্চল), কাজী বাহাউদ্দীন জীবন, কামরুল ইসলাম, শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোমেন মোল্লা, মাহাবুবুর রহমান মনির, ইউসুফ মোল্লা, আশিক চৌধুরীর, কামরুল হাসান, সাইফুল ইসলাম, নাদিম আহমেদ, মোঃ অলি উল্লাহ আশরাফী, আমিনুল ইসলাম, ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় বিশিষ্ট ব্যাবসায়িক কাজী সালমান হোসাইন (রাসেল) এর নেতৃত্বে কাজী’স সুপার কিংস বনাম ইউপি চেয়ারম্যান আহসান সিকদারের নেতৃত্বে পাওয়ার ফাইটার নামক ২টি দল অংশ গ্রহন করেন।
হাজারো দর্শক করতালিতে উত্তেজনা পূর্ণ খেলায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কাজী’স সুপার কিংসের অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রানের টার্গেট দেয় পাওয়ার ফাইটারস একাদশের খেলোয়াড়রা। পরে দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে কাজী’স সুপার কিংস। বাইজিদ এর মারমুখী ব্যাটিংয়ে ৩ ওভার ৩ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে কাজী সালমানের দল কাজী’স সুপার কিংস একাদশ।
সৈইহা