শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

গ্রেফতারের পর টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন সাবেক ওসি

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতার হওয়ার পর টয়লেটে যাওয়ার কথা বলে উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে বুধবার (৮ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা থেকে আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার (ওসি) মো. মহিবউল্লাহ বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে আদালতে নেওয়া পথে গ্রেফতারকৃত শাহ আলম টয়লেটে যান। এ সময় দায়িত্বরত এ এস আই সাজ্জাদ হোসেনকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ওই  এ এস আইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে জানিয়ে ওসি আরও বলেন, আমরা খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

পলাতক শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। এর আগে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে তার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। বুধবার বিকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে রাত সোয়া ১২টার দিকে থানায় নিয়ে আসে উত্তরা পূর্ব থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপি পুলিশের একটি দল বুধবার বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেফতার করে। সেই অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল। কুষ্টিয়া থেকে বুধবার মধ্যরাতে তাকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। আজ দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!