শিরোনাম :
হবিগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন ইসি বৃষ্টির পানিতে গোসল করার উপকারীতা শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘প্রথম’ জয়ের ভেন্যুতেই করতে পারবে কি প্রথম সিরিজ জয়? সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক শাকিবের নায়িকা ওপাড় থেকে নির্বাচনে দীপার প্রশ্ন; এ নিয়ে চলছে বিতর্ক চুন্নু বৈধ মহাসচিব, শামীম পাটোয়ারীর নিয়োগ গঠনতন্ত্র লঙ্ঘন কোটালীপাড়ায় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় বিক্ষোভ; অভিযুক্ত শিক্ষক বহিষ্কার
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

গ্যাংস্টারের প্রেমই নায়িকাদের কাল! রঙিন দুনিয়া থেকে হারিয়ে যান চিরতরে

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক 

বিনোদন জগতে টাকা ঢালা মানেই নাকি সাদা টাকা কালো করা। এ কথার প্রচলন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। অতীত থেকে বর্তমানে এ হেন উদাহরণের সংখ্যা ভুরিভুরি।

বলিউডে একটা সময় রাজত্ব ছিল দাউদ থেকে আবু সালেমের। প্রকাশ্যে হুমকি থেকে শুরু করে অভিনেত্রীদের সাথে প্রেম— তাঁদের তালিকার সংখ্যাটা নেহাত কম নয়।

সব প্রেমই যে হয়েছে খুব মধুর এমনটা কিন্তু নয়, অনেক অভিনেত্রীই গ্যাংস্টারের প্রেমে পড়ে হারিয়ে গিয়েছেন চিরতরে। তুলে ধরছি সেই সকল নায়িকাদের অজানা কাহিনী।

মমতা কুলকর্নিকে হয়তো অনেকের মনে আছে? ৯০ দশকের লাস্যময়ী নায়িকা ছিলেন তিনি। ১৯৯৩ সালে ডেবিউ হয়েছিল তাঁর। সে সময় বলিউডে চলছে মাফিয়ারাজ। মমতা প্রেমে পড়েন ছোটা রাজনের। তবে সেই প্রেম আচমকাই ভেঙে যায়। মমতাকেও আর দেখা যায় না বিনোদন জগতে। শোনা যায় পরবর্তীতে আর এক ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন সে।

৮০ -র দশকের হট নায়িকা মন্দাকিনীকে কে না চেনেন? দাউদ ইব্রাহিমের সাথে নাম জড়াতেই যদিও কেরিয়ারে নেমে আসে কালো ছায়া। মন্দাকিনীও হারিয়ে যান বিনোদন দুনিয়া থেকে।

মনে আছে আবু সালেম ও মনিকা বেদীর সেই দুর্দান্ত প্রেমের কথা? আবুর প্রেমেই দেশত্যাগ পর্যন্ত করেছিলেন মনিকা। শোনা যায়, আবুকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করেন তিনি।

মনে আছে আবু সালেম ও মনিকা বেদীর সেই দুর্দান্ত প্রেমের কথা? আবুর প্রেমেই দেশত্যাগ পর্যন্ত করেছিলেন মনিকা। শোনা যায়, আবুকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করেন তিনি।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আসিফের মেয়ে হীনা কওসর প্রেমে পড়েন গ্যাংস্টার ইকবাল মিরচির। তাঁরা বিয়েও করেন। কিন্তু অভিনয় জগতে আর ফেরা হয়নি হীনার। ২০১৩তে মৃত্যু হয় ইকবালের। শেষ দিন পর্যন্ত তাঁর পাশেই ছিলেন হীনা।

সুপার গ্যাংস্টার দাউদের প্রেমে পড়েছিলেন জ্যাসমিন ধুনার। আর তাঁর প্রেমে পড়াই হল কাল! ‘ভিরানা’র সেই সুন্দরী ভূতের অভিনয় জগতের কেরিয়ার শেষ হয় এই প্রেমে পড়েই।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!