শিরোনাম :
সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে দেশ আরও এগিয়ে যাবে ; ড. বদিউল আলম আ’লীগ নেতা কায়সার থেকে জমি কিনে অনেকেই জিম্মি; টাকা চাইলেই হুমকি! মোদির উপহার দেওয়া সেই কালী ঠাকুরের স্বর্ণের মুকুট চুরি আবারও আয়করমুক্ত সুবিধা পেলো গ্রামীণ ব্যাংক ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেব না: আসিফ মাহমুদ সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব পালিত হচ্ছে ড.মঈন খান নরসিংদীতে ঘোড়াদিয়া মধ্যপাড়া টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শান্তিতে নোবেলজয়ী সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন ড. ইউনূস আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা অব্যাহত রাখবে বাংলাদেশ
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

গণতন্ত্র দিবস উপলক্ষে নরসিংদীতে বিএনপির শোভাযাত্রা

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নরসিংদীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  বিএনপি, যুবদল ও তাঁতীদলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে নরসিংদী পুরাতন বাসস্ট্যান্ড থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুুল সরকার এবং জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর নেতৃত্বে শোভাযাত্রাটি নরসিংদী পুরাতন বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে শহরের গোলাপ চত্বর হয়ে নরসিংদী বড় বাজারের ভিতর দিয়ে সূতাপট্টির মোড় হয়ে নরসিংদী পৌরসভার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায বিএনপি, যুবদল, তাঁতীদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে  নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারে সভাপতিত্বে  এবং জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর সঞ্চালনায় নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল, পলাশ থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসলাম মিয়া, বাদল মিয়া ও নাসির উদ্দিনসহ প্রমূখ নেতৃবৃন্দ ।
পথসভা বক্তারা বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজনীতি করি। এদেশের ভবিষ্যত কর্ণধার তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে আমরা নরসিংদীতে বিএনপির বিভিন্ন কর্মসূচিগুলো পালন করে আসছি। আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও থাকব।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মী বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজী করে যাচ্ছে। বিএনপি কখনও কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। তাই আপনাদেরকে ওই সকল চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। আর তা যদি না পারেন তাহলে সেই সকল চাঁদাবাজদের চিহ্নিত করে উপযুক্ত প্রমান সহকারে আমাদের কাছে তাদের তালিকা দিন। জনগণের স্বার্থে আমরা তাদেরকে প্রতিহত করবো। এটাই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

উল্লেখ্য, গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গনতন্ত্র চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে প্রতি বছর ‘১৫ সেপ্টেম্বর “আন্তর্জাতিক গণতন্ত্র দিবস” হিসেবে প্রচলন করে। সেই থেকে জাতিসংঘের সদস্যভূক্ত দেশগুলোতে প্রতিবছর “১৫ সেপ্টেম্বর” গণতন্ত দিবস হিসেবে পালন করে আসছে। এবছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফলাও করে দিবসটি পালন করছে।

শিপ্র/শাহোরা/মারা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!