নিজস্ব প্রতিবেদক
সিন্ডিকেট করে ব্যবসা করা আর সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু ব্যবসায়ী সবসময় বাড়তি মুনাফার চেষ্টা করেন, তারা ইল মাছের মতো পিচ্ছিল, তাদেরকে ধরা কঠিন। তবে এবার তাদের ধরতে পারবে সরকার।
রবিবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পোলট্রি খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ পোলট্রি খাতের ব্যবসায়ীরা।
বাণিজ্য উপদেষ্টা জানান, বন্যার কারণে দেশে ডিম ও মুরগির উৎপাদন কিছুটা ব্যাহত হলেও শিগগিরই তা স্বাভাবিক হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এবং উৎপাদন খরচের বাইরে অস্বাভাবিক মুনাফা করতে দেওয়া হবে না। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন নজর রাখবে।
তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম কমাতে হবে। একবার দাম বাড়লে তা নামানোর ব্যবস্থা করা হবে। বেশি সমস্যা হলে ডিম ও মুরগির দাম বেঁধে দেওয়া হবে, এবং প্রয়োজন হলে কৃষি বিপণন অধিদপ্তর সেই দায়িত্ব নেবে। বর্তমান পণ্যমূল্য পরিস্থিতি সন্তোষজনক হলেও, আরও উন্নতির চেষ্টা চলছে বলে তিনি জানান।
সভায় ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়, তেলের দাম কমায় পরিবহন খরচও কমবে, যার প্রভাব বাজারমূল্যে পড়বে।
শিপ্র/শাহোরা/