শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে রায়পুরায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (১২ এপ্রিল)  উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের যুবকদের উদ্যোগে চান্দেরকান্দি রেলওয়ে ব্রীজ সংলগ্ন মাঠে  এ প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন খোরশেদ একাদশ বনাম মোরশেদ একাদশ ক্রিকেট দল।

প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেন দেন আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল।

আল-সাবাহ হাসপাতালের  চেয়ারম্যান মো. বাইজিদুর রহমান সভাপতিত্বে ও মা স্টোর প্রোপ্রাইটর মো. মনির হোসেনের সঞ্চালনয়ে প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচে সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং চান্দেরকান্দি ইউপি সদস্য মোঃমোস্তুফা মিয়া।

অনুষ্ঠানে উদ্বোধক  হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্রাচের উদ্বোধন করেন মা রেন্ট এ-কার প্রোপ্রাইটর  সিদ্দিকুর রহমান। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা,জজ কোর্টের এ.এস.এম ইমরানুল কবীর, জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রকিউরমেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন।

প্রীতি ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রায়পুরা সরকারি কলেজ প্রভাষক আব্দুল মালেক,  সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ নেতা শাহরিয়ার সুমন, সোহেল,আপন, কাজল প্রমূখ।

‘মাদককে না বলি,  যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী করি’’ এমন উক্তি তুলে ধরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল তার বক্তব্যে বলেন, তাহলে আমার প্রথম কাজ হবে এ সমাজকে মাদক মুক্ত করা। আপনারা যদি  উপজেলা পরিষদে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি চান্দেরকান্দি রেলওয়ে এই মাঠটি খেলার উপযোগী করে দিবো।

শিপ্র/শাহোরা/ শই/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!