বিনোদন ডেস্ক
গত দুইদিন ধরে অভিনেত্রী নওশাবার ‘আয়নাঘরে’ ২১ দিন থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
সময়টা ২০১৮ সাল, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। সেসময় আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। টানা ২১ দিন বন্দি ছিলেন তিনি। গুঞ্জন উঠেছে বন্দি থাকাকালে আয়নাঘরে রাখা হয়েছিল নওশাবাকে।
আয়নাঘরে রাখা হয়েছিল কি না—জানতে চাইলে নওশাবা বলেন, ‘আয়নাঘর’ কি না সেটা বলতে পারব না। তবে কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধা ছিল। এইভাবে ২১ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।’
নওশাবা তার গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে বলেন, ‘২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আমি ছিলাম। ঘটনার দিন (৪ আগস্ট) বিকেলে ধানমণ্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে আমি বলেছিলাম, আমরা যদি ১৯৫২ সালে পেরে থাকি, ১৯৭১ সালে পেরে থাকি তবে এবারও পারব, আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। ঘটনাস্থলে যেটা হচ্ছে, আমি সেটাই বলছিলাম। এসব কথা বলার কারণে আমি রাজাকার কীভাবে হলাম? এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে কোথায় আমি নিচে নামিয়েছি? তবে হ্যাঁ, লাইভে দু-একটা ভুল বাক্য থাকতে পারে। তাই বলে কয়েক দফা রিমান্ড? আমি বুঝেই উঠতে পারিনি আমাকে রাষ্ট্রদ্রোহী, গাদ্দার বা গুজবের রানি কেন বলা হচ্ছিল। তখনই বুঝে গেছি, এ দেশে সত্য বলার পরিস্থিতি নেই।’
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দেশটা এখন অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ সংস্কারের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সবকিছু যেন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে।’
শিপ্র/শাহোরা/